প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় পুকুরে নেমে পড়া গাড়িতে মিললো যুবক-যুবতীর লাশ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে যাওয়া প্রাইভেটকার থেকে যুবক-যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার দুপুর পৌনে একটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের চাঁদপুর মোড়ে প্রাইভেটকারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং তখনই স্থানীয় সড়কের পাশের পুকুরে নেমে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারের ভিতর থেকে এক নারীসহ দু’জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি পুকুরে নেমে যাওয়ার পরপরই এর ভিতর থেকে দুই যুবক বেরিয়ে পালিয়ে যায়। ওই গাড়িতে মোট চারজনই ছিলেন। তাদের মধ্য দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পালিয়ে যাওয়াদের মধ্যে একজন চালকের পাশের সিটে বসে ছিলেন। আর অন্যজন প্রাইভেটকারটির চালক।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা নাদির হোসেন বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার থেকে এক নারীসহ দুজনের লাশ উদ্ধার করা হয়।

জানতে চাইলে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আজমীরুল আজম বলেন, মৃতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা একটি দুর্ঘটনা। প্রাইভেটকারে থাকা আরও দুজন পালিয়ে গেছেন বলে জানা গেছে। তারা হয়ত ভয়ে পালিয়ে যেতে পারেন।

তিনি আরও বলেন, লাশ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button