ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

মিরাজের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওপেনার মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ। মিরাজ ১১৫ বলে ১০০ রান পূর্ণ করেন। তার সঙ্গে ৮৮ রান নিয়ে ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত। ৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ২৩৯ ।

এর আগে, লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

উদ্বোধনী জুটি ভালো শুরু করার পর, দলীয় ৬০ রানের মাথায় মুজিবুর রহমানের বলে নাঈম শেখ বিদায় নেন। এরপর অপ্রত্যাশিতভাবে ব্যাটিংয়ে আসেন বগুড়ার তরুণ তাওহীদ হৃদয়। তিনি রানের খাতা না খুলতেই গুলবাদিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরন। পরে শান্ত এবং মিরাজ ১৭১ রানের অপরাজিত জুটি গড়ে তোলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button