শিবগঞ্জ উপজেলা
বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ২৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী রিমি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।