সারিয়াকান্দি উপজেলা
বগুড়ায় বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেফতার

সুমন কুমার সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে জাল টাকা ব্যবহারকারী দুঁপচাচিয়া থানা এলাকার মো. রাসেল মন্ডল বিপ্লবকে (৩০) ৩টি ১০০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
এছাড়াও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রামনগর বাগবাড়ী গ্রামের মো. শাকিব হাসান (১৯), হিন্দুকান্দি গ্রামের মো. মোমিন সরকার (৪১) ও কোয়েরপাড়া (দক্ষিণপাড়া) গ্রামের মো. বকুল মিয়া পুলিশের হাতে গ্রেফতার হয়।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হবে।