বগুড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ স্যালাইন, দেওয়া হচ্ছে রোগীদের

সুমন কুমার সাহা, (সারিয়াকান্দি) বগুড়া প্রতিনিধি: সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ স্যালাইন রোগীর শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে মমিনুর রহমান স্মরণ (২৫) নামে এক ব্যক্তি প্রচন্ড পেটেব্যথা নিয়ে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান। তিনি উপজেলার কুতুবপুর ইউনিয়নের ছোট কুতুবপুর গ্রামের মোস্তাফিজুর মন্ডলের ছেলে। কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করান।
সে সময় কর্তব্যরত নার্স ওই রোগীর শরীরে একটি স্যালাইন পুশ করেন। স্যালাইনটি শেষ হলে আরেকটি স্যালাইন দেওয়া হয়। রোগীর খিচুনি উঠলে রোগীর বন্ধু চেক করে দেখে স্যালাইনটি মেয়াদোত্তীর্ণ। স্যালাইনটির মেয়াদ ছিল ২০২৩ সালের মে পর্যন্ত। বিষয়টি নার্স দেখার পর তড়িঘড়ি করে মেয়াদোত্তীর্ণ স্যালাইন সরিয়ে নেন।
স্থানীয় সাংবাদিকরা বিষয়টি জেনে কর্তব্যরত নার্সদের নিকট এই বিষয়ে জানতে চান। এ ব্যাপারে সিনিয়র স্টাফ নার্স হাসিনা জানান, ৩-৪ মাস মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করলে কোনো ক্ষতি হবে না।
এদিকে, রবিবার সন্ধ্যায় সাংবাদিকরা রোগীর শারীরিক অবস্থার খোঁজ নিতে গেলে রোগীকে হাসপাতালে পাওয়া যায়নি। সোমবার (৪ সেপ্টেম্বর) রোগীর মোবাইল ফোনে কথা বলে জানা যায় তাকে ওই দিনই রিলিজ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন সরদার বলেন, সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীর শরীরে এবং হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খুঁজে পাননি।
এলাকার সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।
জানতে চাইলে বগুড়া জেলার সিভিল সার্জন শফিউল আজম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।