
৫০ ওভারের ম্যাচ। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৯১ রান তুলেছিল শ্রীলঙ্কা। আফগানিস্তানের লক্ষ্য ওই ৫০ ওভারেই ছিল ২৯২। কিন্তু ম্যাচটা তারা ৩৭.১ ওভার ধরেই খেলেছে। কারণ সুপার ফোরে যেতে হলে ওই ওভারেই মধ্যেই জিততে হতো তাদের।
মাছের চোখে তীর মারার মতো আফগান ব্যাটাররা ‘কার্টেল ওভার’ ধরে ওই রানে চোখ রেখেছিল। লক্ষ্য ধরে সাহসী ব্যাটিং করেছে তারা। ছয়ে নামা মোহাম্মদ নবীর ৩২ বলে ছয়টি চার ও পাঁচ ছক্কায় ৬৫ রানের সঙ্গে হাতে এনে দেওয়া মোমেন্টাম ধরে রেখে ব্যাটিং করেছে।
রশিদ খান এক প্রান্ত দিয়ে লড়াই করেছেন। তিনি ১৬ বলে চারটি চার ও এক ছক্কায় ২৭ রানের ইনিংস খেলেন। কিন্তু ৩৭.১ ওভারের ওই বলটি খেলতে হয় মুজিব উরের। দলের রান তখন ৮ উইকেটে ২৮৯ রান। শেষ পর্যন্ত ওই রানে অলআউট হয়ে ২ রানে হেরেছে রশিদ খানরা। দুই হারে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে।