ধুনট উপজেলা

ধুনটে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় জন্মাষ্টমী উপলক্ষে পৃথক দুটি মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধুনট উপজেলা শাখার আয়োজনে মুজিবচত্ত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুজিব চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা।

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে, ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার সরকার।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এ জি এম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম খান। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এম ফেরদৌস আলম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সহ-সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, নিপেন চন্দ্র সরকার, সদস্য অখিল চন্দ্র মন্ডল, ধুনট উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বাবু উত্তম কুমার সাহা, সদস্য অমলেশ সাহা ও প্রতুল সাহা প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button