জাতীয়

পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষামূলকভাবে একটি ট্রেন পৌঁছেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ট্রেনটি ভাঙ্গায় পৌঁছায়। সেখানে অপেক্ষমাণ জনতা হাত নেড়ে, স্লোগান দিয়ে ট্রেনটিকে স্বাগত জানান।

সকাল ১০টা ৭ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ট্রেনটি ছেড়ে যায়। দুপুর পৌনে ১২টা নাগাদ ট্রেনটি মাওয়া এলাকায় পৌঁছায়। এরপর পদ্মা সেতুতে উঠে ধীরগতিতে প্রায় ৭ মিনিটে সেতু অতিক্রম করে।

রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ট্রেনে করে ভাঙ্গায় গেছেন। চলতি পথে ট্রেনটিকে হাত নেড়ে স্বাগত জানান বিভিন্ন এলাকার লোকজন। ভাঙ্গায় রেলমন্ত্রীর প্রেস ব্রিফিং শেষে ট্রেনটি আবার ঢাকায় ফেরত আসবে।

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৮২ কিলোমিটার। মঙ্গলবার রাতে ট্রেনটি রাজবাড়ী স্টেশনে ছিল। ট্রেনটি বুধবার রাজবাড়ী থেকে ঢাকার কমলাপুরে আসে।

সূত্রের খবর, ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেলপথের উদ্বোধন করবেন।

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে। আগামী বছর জুনে যশোর পর্যন্ত ট্রেন চালু হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button