খেলাধুলাফুটবল

দুর্বল বলিভিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে র‌্যাংকিয়ের দুর্বল দল বলিভিয়ার জালে গোল উৎসব করল ব্রাজিল। নেইমারের রেকর্ড গড়ার দিনে সেলেসাওরা বলিভিয়াকে হারিয়েছে ৫-১ ব্যবধানে।

ফিফা বিশ্বকাপ র‌্যাংকিয়ে ব্রাজিলের অবস্থা ৩ আর বলিভিয়ার ৮৩।

খেলায় ব্রাজিলের হয়ে দুই গোল করেছেন পোস্টার বয় নেইমার। ম্যাচের ৬১ ও যোগ করা সময়ের ৯৩তম মিনিটে গোল করেন তিনি। অবশ্য ম্যাচে ব্রেক থ্রু এনে দেন আরেক ব্রাজিলিয়ান সেনশেসন রদ্রিগো। ২৪তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। পরের গোলটি করে ৫৩তম মিনিটে। অন্য গোলটি করেন রাফিনহা।

বলিভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ভিক্টর আবরেগো।

খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ শাণাতে থাকে সেলেসাওরা। বলিভিয়ার গোলপোস্ট বরাবর ২১টি শট নিয়েছে ব্রাজিল, যার মধ্যে ১১টি ছিল অন টার্গেটে। অন্যদিকে বলিভিয়া চারটি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল অন টার্গেটে। ব্রাজিলের বল দখল ছিল ৮০ শতাংশ অর বলিভিয়ার ২০ শতাংশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button