বগুড়ায় নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
বগুড়ার সারিয়াকান্দিতে প্রাকৃতিক দুর্যোগ (নদী ভাঙ্গন)-এ ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কামালপুর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে এমন ৩৪ জন ব্যাক্তিকে ৫ হাজার টাকা ও ২০৭ জন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যাক্তি কে ১ হাজার টাকা করে সাময়িকভাবে সহায়তা প্রদান করা হয়।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম মুন্টু মন্ডল, পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, জেলা সমাজসেবা কার্যালয় আবু সাঈদ, মোঃ কাওছার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যানবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ আরো অনেক কর্মকর্তাবৃন্দ।