খেলাধুলাফুটবল

রোনালদোর পর্তুগালের জয়

ক্রিশ্চিয়ানো রোনালদো আরো একটি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সে বিষয়ে এখনো পরিষ্কার কিছু বলেননি। বয়স প্রায় ৩৯ হতে চলা এ পর্তুগাল মহাতারকা ২০২৬ এর বিশ্বকাপ পর্যন্ত না খেলতে পারলে আগামী বছরের ইয়োর ওই হতে যাচ্ছে তার সর্বশেষ বড় টুর্নামেন্ট। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার নিশ্চয়ই চাইবেন শেষটা দারুন অর্জনের রাঙাতে। মূল পর্বে। কি হবে সেটি জানতে কোন অপেক্ষা করতে হলো ইউরো বাছাইয়ে বেশ ভালো করছে পর্তুগাল।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় স্লোভাকিয়ার ন্যারোডনি ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল ও স্বাগতিক স্লোভাকিয়া। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের এই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল।ম্যাচটির ৪৩ মিনিটে একমাত্র গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস।

নিজের ২৯ তম জন্মদিনকে স্মরণীয় করে তোলা এই গোল করতে ফার্নান্দেজকে সহায়তা করেছেন বের্নাদো সিলভা। এর আগেও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল পর্তুগাল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি ২০১৬ তালের ইউরো চ্যাম্পিয়নরা।রোনালদোর বানিয়ে দেওয়া আরেকটি বল অল্পের জন্য লক্ষ চেতনা হলে তিনি গোল পেতে পারতেন আরও।

এই জয়ে ‘জি’ গ্রুপ থেকে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেল পর্তুগাল

এই বিভাগের অন্য খবর

Back to top button