বগুড়ায় নৌকার পক্ষে ছাত্রলীগের প্রচারণা
শনিবার বগুড়ার সারিয়াকান্দির বিভিন্ন স্থানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে গণসংযোগ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সারিয়াকান্দি উপজেলার নারচী বাজার, পৌর এলাকার বিভিন্ন স্থানে, কামালপুর ইউনিয়নের কড়িতলা বাজারে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাকের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন আহমেদ সাজু, কর্মসংস্থান বিষয়ক উপ সম্পাদক আহসান হাবীব বাঁধন, আইন বিষয়ক উপ সম্পাদক আহসান হাবীব সজীব, শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিক হাসান, সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, মাহফুজ, আশরাফুল ইসলাম সাগর, রায়হান আকন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে কাজ করছেন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করার আহবান জানান নেতৃবৃন্দ। শেষে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কেন্দ্রিয় নেতৃবৃন্দ। এর আগে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, প্রয়াত সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নানের কবর জিয়ারত করেন তারা।