বগুড়া জেলা

বগুড়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

বগুড়ার সদরের সাবগ্রামে ২০১৪ সালে আরিফুর রহমান নামে এক অটোরিকশা ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোছা. হাবিবা মণ্ডল এ রায় দেন। এছাড়া, প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের জেল দেয় আদালত।

এর আগে, মামলার পাচজন আসামির মধ্যে জামিনে মুক্ত থাকা তিন আসামী রিপণ দাস, শ্রী সম্পদ ও আব্দুল খালেককে গ্রেপ্তার করে এজলাসে আনা হয়। বাকি দুজন শাহ আলম ও শ্রী সোনা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ এপ্রিল নিহত আরিফুরকে অটোরিকশা বিক্রির কথা বলে ২০ হাজার টাকা বায়নার টাকাসহ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সাবগ্রামে কলাবাগানে মধ্যে ফেলে রেখে যায়। ঘটনার দুইদিন পর ২ মে, ২০১৪ সালে নিহত আরিফুরের মা খোতেজা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button