ক্রিকেটখেলাধুলা

হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

এশিয়া কাপে সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ্পাকিস্তান। অন্যদিকে ২টি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে ভারত। বেশ ভালো ফর্মে আছে পাকিস্তান। 

একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান।ওপেনিংয়ে আরও একবার ফখর জামান এবং ইমাম উল হকের ওপর ভরসা রাখতে যাচ্ছে পাকিস্তান। তিনে থাকবেন যথারীতি অধিনায়ক বাবর আজম।চারে খেলানো হবে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে।পাঁচে আঘা সালমানের সাথে ছয় নম্বরে থাকবেন আগের ম্যাচে আগ্রাসী এক সেঞ্চুরি হাঁকানো ইফতিখার আহমেদ।

দলে স্পিনার আছেন একজন – শাদাব খান। সেই সাথে থাকছেন চার পেসার শাহীন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ, হারিস রউফ এবং নাসিম শাহ। 

অন্যদিকে ভারতের একাদশে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ এবং লোকেশ রাহুল। এছাড়া বাকি সব জায়গায় পরীক্ষিতদেরকেই নামাচ্ছে ভারত। চোটের কারণে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ার।  সুপার ফোর পর্বে এটি পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে প্রথম ম্যাচে মাঠে নামছে ভারত। 

একনজরে দুই দলের একাদশ :

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈষান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।

পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), ইমাম উল হক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, আঘা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ।

এই বিভাগের অন্য খবর

Back to top button