কাহালু উপজেলা

বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

বগুড়ার কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে জেলা পরিষদ রাজস্বের (এডিবি) অর্থায়নে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, জনপ্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও আলমারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, হ্যান্ডবল, নেট এবং জার্সিসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১০ সেপ্টেম্বর) উপহার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাসরিন রহমান (সীমা)।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র আলহাজ মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রশিদ লালু, উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতান আলী কবিরাজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক উদ্দিন কবিরাজ, কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শাহজাহান আলী কবিরাজ, কাহালু পৌরসভার কাউন্সিলর আছমা বেগম, হাফেজ নজরুল ইসলাম সাইফুল, কাহালু সদর ইউপি সদস্য আছমা খাতুন, বেলাল হোসেন, মুরইল ইউ পির সদস্য তবিবর রহমান তবু, জিল্লাল রহমান সহ জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের অন্য খবর

Back to top button