ইংল্যান্ডে কার-লরি সংঘর্ষ: একই বাংলাদেশি পরিবারে ৩ মৃত্যু

ইংল্যান্ডের লেস্টারশায়ারে প্রাইভেটকার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের ৩ সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলমগীর হোসেন সাজু (৩৬), তার ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন। দুর্ঘটনায় আলমগীরের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
৮ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আলমগীর বার্মিংহামের কাছাকাছি ওয়ালসাল অঞ্চলে বসবাস করতেন। দুর্ঘটনার সময় প্রাইভেট কারটি তিনি নিজেই চালাচ্ছিলেন। মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আলমগীর ও তার ছেলে জাকির নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মেয়ে মাইরার মৃত্যু হয়।
এ ব্যাপারে আলমগীরের চাচা আহমদ মোসা সংবাদমাধ্যমকে বলেন, তার ভাতিজা পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনো তাদের জানায়নি পুলিশ। লাশ তিনটিও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।