প্রধান খবরবিএনপিরাজনীতি

বগুড়া জেলা বিএনপির সদস্য পদে খালেদা-তারেক

বগুড়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রেজাউল করিম বাদশাকে সভাপতি এবং আলী আজগর তালুকদার হেনাকে সাধারণ সম্পাদক করে রবিবার (১০ সেপ্টেম্বর) বগুড়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়।

পূর্ণাঙ্গ কমিটিতে আরও রয়েছেন- সহসভাপতি এ কে এম আহসান উল তৈয়ব জাকির, মিসেস লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট মোহাম্মদ হামিদুল হক চৌধুরী হিরু, মোহাম্মদ মোরশেদ মিল্টন, মাফ্তুন আহমেদ খান রুবেল, মীর শাহে আলম, মোহাম্মদ আব্দুল মহিত তালুকদার, অ্যাডভোকেট আব্দুল বাসেত, মোহাম্মদ ফরিদুর রহমান ফরিদ, অ্যাডভোকেট নুরে আজম বাবু, ফজলুর রহমান খোকন।

যুগ্ম সম্পাদক- মোশারফ হোসেন (সাবেক এমপি), এ কে এম তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, রফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, এনামুল হক শাহীন, এনামুল হক নতুন, আলাউদ্দিন সরকার, জিয়াউল হক লিপন।

কোষাধ্যক্ষ- শাহাদত হোসেন। সাংগঠনিক সম্পাদক- শহিদ-উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল। দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কে এম হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মশিউর রহমান শামীম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, প্রকাশনাবিষয়ক সম্পাদক রুস্তম আলী (কাউন্সিলর), আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জহুরুল আলম, মহিলাবিষয়ক সম্পাদক নাজমা আকতার, যুব ও ছাত্রবিষয়ক সম্পাদকের পদ ফাঁকা রয়েছে।

শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, কৃষিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মোহাম্মদ সরকার মুকুল, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোহাম্মদ সাজেদুল হক মটু, মানবাধিকারবিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম (মেয়র), স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, অর্থনৈতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ এনামুল হক সুমন (কাউন্সিলর), ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম ডালু প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button