প্রধান খবরবগুড়া

বগুড়ায় মোবাইল কোর্টের অভিযান: নর্দান কোল্ড স্টোরেজকে ৫০ হাজার জরিমানা

বগুড়া সদর উপজেলায় নর্দান কোল্ড স্টোরেজে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত মুনাফায় আলু বিক্রি করা দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া অভিযান পরিচালনা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোল্ড স্টোরেজে ৬০ কেজি আলুর ১ বস্তার ক্রয়মূল্য ছিল ৯৫০ টাকা, বস্তা প্রতি হিমাগার ভাড়া ৩২০ টাকা, লোডিং আনলোডিং চার্জ ২০ টাকা, পরিবহন খরচ ৩০ টাকা, অন্যান্য খরচ ৩০ টাকাসহ প্রতি বস্তা আলুর মোট খরচ ১৩৫০ টাকা যা ২৫% লাভসহ বিক্রিয় মূল্য হওয়ার কথা ১৬৮৭ টাকা (কেজি ২৮.১১ টাকা) কিন্তু তারা প্রতি বস্তা বিক্রি করছে ২২৫০ টাকা (কেজি ৩৭.৫ টাকা)। কৃষি বিপণন বিধিমালা, ২০২১ অনুযায়ী পাইকারী পর্যায়ে যৌক্তিক সর্বোচ্চ ২৫% মুনাফায় আলু বিক্রি করতে পারে কিন্তু প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত লাভের চেয়ে বেশি দামে আলু বিক্রি করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button