জাতীয়

সাইবার নিরাপত্তা বিল পাস: ৪টি ধারা অজামিনযোগ্য

জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল পাস হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর ‘বিতর্কিত’ সাইবার নিরাপত্তা বিল জাতীয় সংসদে পেশ করা হয়।

যদিও বুধবার সকালে হবিগঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সাইবার নিরাপত্তা আইনটি প্রণয়নের যে উদ্যোগ গ্রহণ করেছেন, এর ফলে সাংবাদিক বন্ধুদের, শিল্পী, সাহিত্যিকদের মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে না।’

তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনে মাত্র ৪টি ধারা ধারাকে অজামিনযোগ্য করা হয়েছে। হ্যাকিং, সাইবার ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি যেসব বিষয়ে রয়েছে সেই ধারাগুলোকে অজামিনযোগ্য করা হয়েছে। এছাড়া, অন্যান্য ধারাগুলো জামিনযোগ্য করা হয়েছে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button