জাতীয়প্রধান খবর

ডিম-আলু-পেঁয়াজের দাম ঠিক করে দিল সরকার

প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৪-৬৫ টাকা, আলু ৩৫-৩৬ টাকা এবং প্রতিটি ডিম সর্বোচ্চ ১২ টাকা হিসেবে দাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেন। বৈঠকে কৃষি সচিব উপস্থিত ছিলেন।

এ ছাড়া সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে। প্রতি কেজি বোতলজাত সয়াবিন ১৬৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম তেলের দাম লিটারে ৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১২৪ টাকায়।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে সীমিত আকারে আমদানি করা হবে। ১২ টাকার বেশি দামে বিক্রি হলে, তখন বেশি পরিমাণ আমদানি করা হবে বলে জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button