ধুনট উপজেলাপ্রধান খবর
বগুড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে আবু রায়হান (১৮) নামের এক কলেজ ছাত্রের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রায়হান উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডুহরী গ্রামের বাবলু শাহের ছেলে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করেছে। পরে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সংবাদ পেয়ে পুলিশ এসে শোবার ঘরের কাঠের তীরের সঙ্গে ওড়নায় পেঁচানো লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ইউপি সদস্য তবিবর রহমান জানান, ৯ বছর আগেও একবার আত্মহত্যাচেষ্টা করেছিল রায়হান। ছেলেটি অতিরিক্ত রাগী স্বভাবের ছিল। পারিবারিক কোনো কারণে রাগ করে আত্মহত্যা করে থাকতে পারে।