বগুড়া জেলা

রাজশাহী রেঞ্জে সেরা বগুড়া জেলা পুলিশ

অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ জেলা বগুড়া। শ্রেষ্ঠ পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, শ্রেষ্ঠ সার্কেল-অতিরিক্ত পুলিশ সুপার মো. শরাফাত ইসলাম (সদর সার্কেল), শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ-সদর থানা, বগুড়ার (ওসি) মো. সাইহান ওলিউল্লাহ, শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) ইন্সপেক্টর মো. শাহিনুজ্জামান, শ্রেষ্ঠ এসআই-মো. বেদারউদ্দিনকে পুরস্কৃত করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহীতে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান তাদেরকে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, রাজশাহী রেঞ্জে আগস্ট (২০২৩) মাসে ৮টি জেলার মধ্যে বিপুল ব্যবধানে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে জেলা পুলিশ, বগুড়া। শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বগুড়ার পুলিশ কর্মকর্তাদের মূল্যায়নেও প্রতিটি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জেলা পুলিশ কর্মকর্তাগণ।

এই বিভাগের অন্য খবর

Back to top button