প্রধান খবরবগুড়া
বগুড়ায় সাড়ে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে চার হাজার ৪৭০ পিস ইয়াবাসহ মানু মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাতে র্যাব-১২ বগুড়া কোম্পানির কমান্ডার মনির হোসেন জানান, গ্রেফতার মানু একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
ওই র্যাব কর্মকর্তা জানান, পঞ্চগড়গামী হানিফ পরিবহনের একটি বাসে ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। পরে, মানু মিয়াকে তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।