জাতীয়

সারাদেশে একটাই আওয়াজ শেখ হাসিনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সারাদেশে একটাই আওয়াজ শেখ হাসিনার বিকল্প নেই। নানা ধরণের ষড়যন্ত্র চলছে। দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে গেছে, বিভিন্ন সেক্টরে যেভাবে বিশ্বমানের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চাষাড়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নিজস্ব ভবন উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পনের-বিশ বছর আগে শহরের দিকে হতদ্ররিদ্রদের একটা মিছিল ছিল। আমরা দায়িত্ব নেওয়ার সময় হতদরিদ্রদের হার ছিল শতকরা ২৮ ভাগ। বর্তমানে তা ৫ ভাগ। ২০৪০ সালে এ এটা শূন্য হবে। ২০৩০ সালের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হবে। ২০৪০ এর মধ্যে শিক্ষিতের হার শতভাগ হবে।’

ভুল ভ্রান্তি অনেকেই করে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরাও ভুল করি। ভুল করলে শাস্তি পেতেই হবে। সেটা জনপ্রতিনিধি হোক, পুলিশ হোক যেই হোক। তবে দায়িত্বটা আমাদের সঠিকভাবে পালন করতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গার্মেন্টস, পাট শিল্পের মতো আইটি সেক্টর এখন একটা সম্ভাবনার জায়গায় চলে এসেছে। প্রধানমন্ত্রী এ অবস্থান তৈরি করে দিয়েছেন। আগের একজনের সময় সাবমেরিন ক্যাবল ফ্রি দিতে চেয়েছিল তখন ওরা বলেছিল এদেশের তথ্য নাকি পাচার হয়ে যাবে। এদের বোকা বলব না কি বলবো?

এই বিভাগের অন্য খবর

Back to top button