প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় মাদ্রাসার স্টোররুম থেকে ছাত্রীর লাশ উদ্ধার

বগুড়া সদর উপজেলার গোদারপাড়া তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার স্টোররুম থেকে শেফা আক্তার (১৫) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দুপচাচিয়া উপজেলার পোথাটি এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক ফইম উদ্দীন।
তিনি বলেন, সকালে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ দেখে মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশে জানায়। পরে স্টোররুম থেকে গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।