বগুড়া
বগুড়ায় পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট শুরু

বগুড়া পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট কার্যক্রম চালু হয়েছে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় ডোপ টেস্ট করা যাবে পুলিশ হাসপাতাল থেকে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ডোপ টেস্ট সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, পুলিশ নিয়োগপ্রার্থী, বাস-ট্রাক চালকদের ডোপ টেস্ট করার ব্যবস্থা অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চালকদের মাদকমুক্ত রেখে নিরাপদ সড়ক তৈরির উদ্দেশ্যে এ উদ্যোগ। পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট করতে ৯০০ টাকা দিতে হবে এবং রিপোর্ট দ্রুত পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, বিআরটিএ’র সহকারী পরিচালক মঈনুল হক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, পরিবহন মালিক নেতা তৌফিক হাসান ময়না প্রমুখ।