জামালপুরের ভূমিদস্যু থেকে বাঁচতে বগুড়ার চরবাসীর মানববন্ধন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের মানকিদাইড় চরে জামালপুরের ভূমিদস্যুরা জোরপূর্বক জমি দখল করছেন এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই চরের ৫ শতাধিক নারী-পুরষ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ওই মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধারাও অংশ নেন।
চরবাসীরা বলেন, ৫০০ একর জমি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, তা সত্ত্বেও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কাঠমাকৃষ্ণ নগর এলাকার কতিপয় প্রভাবশালী ভূমিদস্যু প্রতিনিয়ত দখলের চেষ্টা চালাচ্ছেন।
তারা আরও বলেন, কাঠমাকৃষ্ণ নগর এলাকার আসাদ মাস্টার, শফিকুল ইসলাম, বারিক প্রামানিক, জহুরুল ইসলাম, বাদশা মন্ডল, লতিফ কামারসহ কতিপয় ভূমিদস্যুরা দলবল নিয়ে মানিকদাইড় চরের কৃষকের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। তারা চরের কৃষকদের নানা ধরনের হুমকি-ধামকি ও প্রাণনাশের ভয় দেখাচ্ছেন। টাকা-পয়সা দাবি করে বাড়িঘর উচ্ছেদের ভয় দেখাচ্ছেন। এ নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বিষয়টি নিষ্পত্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কৃষক কাজিম উদ্দিন, আব্দুল জলিল, চালুয়াবাড়ী ইউপি মেম্বার জাহিদুল ইসলাম, ফরিদ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, আব্দুল করিম, মমতাজুর রহমান, নজির উদ্দিন।