সারাদেশ

ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু

মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। প্রথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬ টারে দিকে ট্রেনে কাটা পরে ওই তিন শিশুর মৃত্যু হয়।

পুলিশ গণমাধ্যমকে বলেন, ‘তিন পথশিশু রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।’

জানা গেছে, ভোর ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী একটি ট্রেন ভোর ছয়টায় মহাখালী দিয়ে যাচ্ছিল। এ সময় তিন শিশু রাস্তা পার হচ্ছিলো। ট্রেনটি ওই তিন শিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ তিনজনের মহরদে উদ্ধার করে সুরতহাল তৈরি করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। সূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button