বগুড়া

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় অভিভাবক সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সমাবেশে স্কুলের পাঠদান, পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, সুপারিশ ও মন্তব্য শোনা হয়। বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ-আল-মারুফ, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বগুড়া জিলা স্কুল ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষকগণ।

সমাবেশ থেকে সবপক্ষের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button