
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে বিশ্রাম চেয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। বিসিবি জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর এই দুই ওপেনারকে ছাড়াই সিরিজের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ দল।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির বিষয়টি জানিয়েছেন চোট থেকে ফেরা তামিম। বিশ্বকাপের আগে আরও একটি ম্যাচ খেলে চোটের ঝুঁকি বাড়াতে চান না বাঁহাতি এই ওপেনার।
অন্যদিকে লিটন বিশ্রাম চেয়েছেন ভিন্ন কারণে। জ্বর থেকে সুস্থ হয়ে এশিয়া কাপে যোগ দেওয়ার পর থেকে টানা খেলার মধ্যে আছেন তিনি। কিন্তু এখনও জ্বরের ধকল থেকে পুরোপুরি সুস্থ হতে পারেননি লিটন। সে জন্য তিনিও শেষ ম্যাচটি খেলতে চাইছেন না।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য লিটনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদকে এই দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।
পরবর্তীতে নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা পেসার তানজিম হাসানের চোটে বিকল্প হিসেবে দ্বিতীয় ওয়ানডের দলে ডাকা হয় হাসানকে। তানজিমকে শেষ ম্যাচেও খেলানোর সম্ভাবনা কম। তামিম, লিটনের সঙ্গে তানজিমের চোটের পর নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচের দলটা কেমন হয়, সেটাই দেখার বিষয়।