সারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দিতে শিক্ষক সমিতির মানববন্ধন

সুমন কুমার সাহা, সারিয়াাকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার আয়োজনে রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলার ফুলবাড়ি গমীরউদ্দীন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসানকে বখাটেরা মারধর করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সারিয়াকান্দি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে যোগ দেন উপজেলার প্রায় শতাধিক মাধ্যমিক শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতি সভাপতি ও সারিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক সাকী মো. জাকিউল আলম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, ফুলবাড়ি গমীর উদ্দীন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক লাল মাহমুদ, কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন অবিলম্বে প্রধান শিক্ষক কামরুল হাসানকে মারধরের এজাহারভুক্ত আসামিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button