বগুড়া জেলা

বগুড়ায় দই বিক্রিতে অনিয়ম, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া শহরের সাতমাথায় তিনটি দইয়ের দোকানে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৬৫০ গ্রাম দইয়ে ১২০ গ্রাম পর্যন্ত কম দেওয়ায় মহরম আলী দই ঘর ও চিনিপাতা দই ঘরকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই জরিমানা করেন।

অভিযানকালে চিনিপাতা দই ঘরের দইয়ের মোড়কে ৬৫০ গ্রাম দই লেখা থাকলেও প্রকৃতপক্ষে ৫৩০ গ্রাম পাওয়া যায়।

এ সময় আলহাজ মহরম আলী দই ঘর এবং আলহাজ মো. মহরম আলী দই ঘরেও লেখা ওজন অপেক্ষা কম পাওয়া যায়। এই অপরাধে চিনিপাতা দই ঘরকে ৭ হাজার, আলহাজ্ব মহরম আলী দই ঘরকে ৬ হাজার এবং আলহাজ্ব মো. মহরম আলী দই ঘরকে ৫ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করে জেলা পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button