ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

আসল ঘটনা জানালেন তামিম ইকবাল

বিশ্বকাপের বাকি আর মাত্র কদিন। আইসিসির মেগা টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবার শেষে গতকাল রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ। এর আগে হয়েছে বেশ নাটকীয়তা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তামিম ইকবালকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে বাংলাদেশ দল যেই তামিমের নেতৃত্বে স্থান করে নিয়েছিল সেই তামিমকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে টাইগাররা। যা নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়ায়।

এদিকে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পাওয়া এবং মঙ্গলবারের ঘটনা নিয়ে ভিডিও বার্তায় কথা বলেছেন তামিম ইকবাল। 

তিনি বলেন, একজন ক্রিকেটার ইঞ্জুরি থেকে সেরে ওঠার পরও তার শরীরে ব্যথা থাকে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। ফিজিওর রিপোর্টে বিশ্বকাপ খেলতে বাধা ছিলো না। 

তামিম বলেন, আমি কোথাও বলিনি বিশ্বকাপে ৫টা ম্যাচ খেলবো বা ৫টা ম্যাচের বেশি খেলতে পারবো না। এটা মিথ্যা। আমি কখনো, কোথাও বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না। 

তামিম বলেন, বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ না খেলার প্রস্তাব দেওয়া হয় তাকে। খেললেও মিডল অর্ডারে নামার নির্দেশনা দেওয়া হয়। বিসিবির এমন নির্দেশনা মানতে পারেননি তিনি। 

তামিম অভিযোগ করে বলেন, আমার সাথে গত তিন-চার মাস যা হয়েছে সব পরিকল্পিত।

এই বিভাগের অন্য খবর

Back to top button