
গত কয়েকদিন তাকে নিয়ে কম চর্চা হয়নি। সবশেষ বিশ্বকাপ দলে তার না থাকা দিয়ে সরগম দেশের ক্রিকেট মহল। এ নিয়ে এখনও মুখ খোলেননি তামিম ইকবাল নিজে। বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে দেশ ছাড়ার পর সবকিছু ভিডিও বার্তার মাধ্যমে জানাবেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দেশসেরা ওপেনার।
তামিমের ফেসবুক স্ট্যাটাস:
আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।
গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত – সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে। -তামিম ইকবাল