বিনোদন

সাকিব-তামিমকে মিলে যাওয়ার আকুতি মিশার

আসন্ন বিশ্বকাপ ক্রিকেট দলে নেই তামিম ইকবাল। এটা নিয়ে নেটমাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে। এ ক্রিকেটারের অনুরাগীরা কিছুতেই এটা মেনে নিতে পারছেন না। তাদের ধারণা, ষড়যন্ত্র করে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

তামিম ইস্যুতে নিজের মতামত জানিয়েছেন মিশা সওদাগর। তবে তিনি কারও পক্ষ নেননি।

মিশা সওদাগর লিখেছেন, ‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুইজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেবে? কারণ একটা কথা তো আমরা সবাই জানি যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি। আমাদের সবচেয়ে সম্মান করার বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা। এখানে তামিম সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না। সবার ওপরে দেশ জন্মভুমি, নেতৃত্ব আর ভালোবাসা। স্যাক্রিফাইস থাকলে সব-ই সম্ভব। উদাহরণ আমাদের বিজয় ১৯৭১।’

মিশা ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকে তামিম ইস্যুতে কথা বলেছেন নেটমাধ্যমে।

এই বিভাগের অন্য খবর

Back to top button