ধর্মপ্রধান খবর

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীতে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আইয়্যামে জাহিলিয়াতের ওই সময়ে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী।

ইসলামের ইতিহাস অনুযায়ী, ৬৩ বছর বয়সে ১১ হিজরি ১২ রবিউল আউয়াল মদিনায় ইন্তেকাল করেন হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবীর জন্ম ও মৃত্যুর এই দিনটিকে সারা বিশ্বের মুসলমানরা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করছেন। 

অন্যান্য দেশের মতো যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশেও এই দিনটি নানা ধর্মীয় আয়োজনে উদযাপন করা হচ্ছে। মসজিদগুলোতে হচ্ছে বিশেষ দোয়া। এ ছাড়া চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে জসনে জুলুশ বা বর্নাঢ্য শোভাযাত্রার। এতে অংশ নেবেন লাখো মানুষ।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমও রয়েছে নানা আয়োজন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button