খেলাধুলাধুনট উপজেলা

ধুনটে ব্যারিস্টার সুমনের প্রীতি ফুটবল খেলায় গোলশুন্য ড্র

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও ধুনট ফুটবল একাডেমীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি গোলশুন্য ড্র হয়। খেলাটি উপভোগ করেছে ফুটবল প্রেমী হাজারো দর্শক।

ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ খেলার আয়োজন করে ধুনট ফুটবল একাডেমী।

শুক্রবার বিকেল ৪টা ২৮ মিনিটে খেলা শুরু হয়। খেলার উদ্বোধন করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক। খেলা শুরুর আগে সুপ্রিম কোর্টর আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ভক্তদের আবদারে তাদের সাথে সেলফি তোলেন।

খেলা পরিচালনা করেন শহিদুল শাহিন। তাকে সহযোগিতা করেন মজনু মিয়া ও মোস্তফা। ব্যারিস্টার সুমন ১০ নম্বর জার্সি পরে খেলেন এবং দলের নেতৃত্ব দেন। ধুনট ফুটবল একাডেমির নেতৃত্ব দেন পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান।

মাঠে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয় জনপ্রতি ৫০ টাকা। মাঠের ভেতরে আসন ভেদে ১০০ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়। হাজারো দর্শক দাড়িয়ে ও বিভিন্ন উচু ভবনের ছাদে উঠে খেলা উপভোগ করেন। খেলার মাঠে উপস্থিত ছিলেন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, এসএম মাসুদ রানা প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button