প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় ডাক্তার দেখাতে গিয়ে ভটভটিচাপায় নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভটভটি চাপায় ইয়াসিন আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
রবিবার (১ অক্টোবর) দুপুরে ছোনকা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ইয়াসিন আলী বেশ কয়েকদিন ধরে অসুস্থ। ডাক্তার দেখাতে বাড়ি থেকে শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ছোনকা বাজার এলাকায় মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা কোচ খড়ি বোঝাই ভটভটিকে চাপা দেয়। ভটভটি সাইড দিতে গিয়ে ইয়াসিন আলীর গায়ে উপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন আলী মারা যায়।