ক্রিকেটখেলাধুলা

বিশ্বের সেরা পেস বোলিং ইউনিট বাংলাদেশের: মাশরাফী

এবারের আসরে বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং ইউনিট বাংলাদেশের বলে মনে করছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ভারতের শুরু হতে যাওয়া বিশ্বকাপের ভালো-মন্দ এদের হাতেই বলে মনে করেন তিনি। রোববার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন মাশরাফি। সেখানেই তিনি পেসারদের নিয়ে এমন মন্তব্য করেছেন।

বাংলাদেশের পেসারদের অন্যতম সেরা উল্লেখ করে মাশরফি বলেছেন, এশিয়া কাপে পাকিস্তানের ফ্ল্যাট উইকেটে আমি পেসারদের বোলিং দেখেছি। সেখানে তাদের অ্যাকুরেসি, লেন্থ, সুইং সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাক ইউনিট বাংলাদেশের। সুতরাং এই পেসারদের ওপর আস্থা রাখা যায়। যদি তারা ফিট থাকে তবে তাদের সেরাটা বিশ্বমঞ্চে দেখা যাবে। আর পেসারদের যে উন্নতি, সেটার জন্য পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের ধন্যবাদ প্রাপ্য।

ভিডিওতে মাশরফি আরও বলেছেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ যদি খুব ভালো রেজাল্ট করে সেটা পেসারদের জন্য, আবার খারাপ করলেও একই ইউনিটের কারণেই। কেননা ভারতের উইকেট থাকবে ফ্ল্যাট, ১৫-৩০ রানের একটা ব্যবধান তৈরি হবে। উইকেটের জন্য স্কোরটা ৩০০-৩৫০ পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। যা বাংলাদেশের পক্ষে তাড়া করা কঠিন হবে। কিন্তু সেটাকে ২৫০-২৮০ রানের মধ্যে বেধে ফেলতে হয়, সেক্ষেত্রে পেসারদের বড় ভূমিকা পালন করতে হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button