বগুড়া
বগুড়ায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন।
রবিবার (১ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ করতোয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় অংশ নেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এবং অন্যান্য বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার কর্মকর্তা এবং জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।