প্রধান খবরবগুড়া

বগুড়ায় ভাতা’র দাবিতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

বগুড়ায় ইন্টার্ন ভাতা আদায়ের দাবিতে মোহাম্মদ আলী হাসপাতালে ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফ শিক্ষার্থীরা কর্মবিরতি পালন করেছেন ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ২ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় ব্যানার ও পোস্টার হাতে অর্ধশতাধিক ইন্টার্ন নার্স শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচিতে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন ২ ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তিন বছর মেয়াদী ‘ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি” কোর্স সম্পন্ন করে তারা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও সদর হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছেন না।

কর্মসূচিতে জানানো হয়, কোর্স কারিকুলাম অনুযায়ী ছয় মাসের মেয়াদি ইন্টার্নশীপ শুরু করার জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ শিক্ষা শাখার ১৮০ নং স্মারকে প্রশাসনিক অনুমতি পায়। এ অধিদপ্তরের ৫২০ নং স্মারকে ইন্টার্ন স্যালারি মঞ্জুরির জন্য ডিজিএনএম থেকে পত্র পাঠানো হয়। পরবর্তীতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বাজেট অধিশাখার ৭৯৪ নং স্মারক পত্রে চাওয়া তথ্যাদি ওই অধিদপ্তরের ৬০১ নং স্মারক পত্রে পাঠানো হয় । এরপর চলতি বছরের ২৬ জুলাই ডিজিএনএম থেকে ৩৬২ নং স্মারকে ইন্টার্ন স্যালারি বরাদ্দ ও মঞ্জুরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পূণরায় অনুরোধ জানিয়ে পত্র পাঠানো হলেও এখনো কোনো বরাদ্দ আসেনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button