বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিষয়ে সৃষ্ট নিত্যনতুন নানা ইস্যু যেন শেষ হয়-ই না। একটা শেষ হলেই সামনে এসে হাজির আরেকটি নতুন ইস্যু। এবার সেই তালিকায় যুক্ত হলো তার আর মুখ না দেখানোর ঘোষণা।
বুধবার সন্ধ্যায় সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘এই মুখ আর দেখাবো না।’
তার এই ঘোষণার কয়েক মিনিট পরই দেখা যায়- পোস্টটি রীতিমতো ভাইরাল।
কিন্তু ‘এই মুখ আর দেখাবো না’- এই ব্ক্তব্য দ্বারা সাকিব আসলে কী বোঝাতে চেয়েছেন, তা অবশ্য জানাননি তিনি।
ধারণা করা হচ্ছে- খুব শিগগির-ই বিষয়টি স্পষ্ট করবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।