বগুড়া
বগুড়ায় বেশি দামে স্যালাইন বিক্রি করায় জরিমানা

সম্প্রতি ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী শহরের বিভিন্ন স্থানে এইচ এস হার্ডম্যানসহ বিভিন্ন ইন্জেক্টেবল স্যালাইনের দাম মোড়কের দামের চেয়ে বেশি নিচ্ছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।
বুধবার (৪ অক্টোবর) শহরের কলোনি এলাকায় ইসলাম ড্রাগসে মোড়কের দামের চেয়ে ৭০-১০০ টাকা বেশি দামে বিক্রির প্রমাণ মেলে।
পরে ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং সেখানে সংরক্ষিত ১৩০-১৫০ প্যাকেট স্যালাইন পার্শ্ববর্তী হেলথ সিটি হসপিটালে নির্ধারিত দামে বিক্রির ব্যবস্থা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।