শাজাহানপুর উপজেলা

বগুড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বগুড়ার শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নুর উদ্যোগে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রথমেই শিক্ষার্থীদের নান্দনিক রূপে সজ্জিত অনুষ্ঠানস্থলে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে উপজেলার ৫০০ কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার আমিনুল ইসলাম, সরকারি কমরউদ্দিন কলেজের অধ্যক্ষ এ কে এম শফিকুত তারিফ,জোড়া নজমুল উলুম কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকগণ।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী নূর-ই -সাবরিনা, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়র সিয়াম আহম্মেদবগুড়ার শাজাহানপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নু ‘র উদ্যোগে এস.এস.সি,দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ২০২২ এর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

নান্দনিক রূপে সজ্জিত অনুষ্ঠানস্থল উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।পরে উপজেলা ৫’শ জন কৃতী শিক্ষার্থীর ক্রেস্ট ও উপহার তুলেদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন,সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,একাডেমিক সুপারভাইজার আমিনুল ইসলাম,সরকারি কমরউদ্দিন কলেজ অধ্যক্ষ একেএম শফিকুত তারিফ,জোড়া নজমুল উলুম কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ শহিদুল ইসলাম,সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ,আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুল্লাহ আল মোনায়েন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী নূর-ই -সাবরিনা,আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়র সিয়াম আহম্মেদ, তাসফি আক্তার, সাজাপুর ফুলতলা আহঃ ফাজিল স্নাতক মাদ্রাসার সুমাইয়া শিমু প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button