বগুড়া
বগুড়ায় র্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার

বগুড়ার আদমদীঘি থানার একটি অপহরণ ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আ. মজিদ সরকারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সদর থানার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০০০ সালে আদালতে মামলাটি দায়েরের পর নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন মজিদ। ২০১৬ সাল থেকে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। দীর্ঘদিন যাবত তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
এদিকে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আক্কেলপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব।