বিনোদন

শাকিব খানের নায়িকা বলিউডের সোনাল চৌহান

শাকিব খানের আসন্ন সিনেমায় বলিউডের একাধিক অভিনেত্রীর নাম শোনা গেলেও অবশেষে চূড়ান্ত হলো ‘দরদ’-এর নায়িকা। ছবিটিতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

অভিনেত্রীর চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ।

ছবিটি বাংলাদেশের পাশাপাশি প্রযোজনা করবে কলকাতার ‘এসকে মুভিজ’ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

‘দরদ’ সিনেমাটি হতে যাচ্ছে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। সিনেমাটি পরিচালনা করবেন অনন্য মামুন। এর আগে পরিচালক শাকিবকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘নবাব এলএলবি’।

একাধিক সূত্রে জানা গেছে, অক্টোবর থেকে ভারতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’মুক্তির পর ‘দরদ’ দিয়ে চলতি মাসের মাঝামাঝি সময়ে শুটিংয়ে ফিরছেন শাকিব খান।

অন্যদিকে ২০০৮ সালে ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় সোনালের।

এই বিভাগের অন্য খবর

Back to top button