বগুড়ায় জিহাদ হত্যাকাণ্ড: স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৪
সুমন কুমার সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে আলোচিত অটোরিক্সাচালক জিহাদ বাবু হত্যাকান্ডে স্বামী-স্ত্রীসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত জিহাদ গাবতলী উপজেলার নিছিপুড় গ্রামের আতাউর প্রামানিকের ছেলে। তিনি বগুড়া সদরের মালগ্রামে বসবাস করতেন। বুধবার সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন বাঁধের দক্ষিণ-পূর্ব পাশে বাগবের গ্রামের যমুনা নদীর চরের কাশবনে তাকে হত্যা করে ফেলে রেখে যায় । বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সেখান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বাবা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।
লাশের প্যান্টের পকেটে থাকা গ্যারেজের টোকেনের সূত্র ধরে সারিয়াকান্দি থানা পুলিশ ও জেলা ডিবি সমন্বিত অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সাথে জড়িত ৪ আসামিকে গ্রেফতার ও অটোরিকশাটি উদ্ধার করে।
গ্রেফতার হয়েছেন: বগুড়ার শাজাহানপুর উপজেলার নন্দগ্রাম গ্রামের ইউনুস আলী ছেলে রনি (২৪), রনির স্ত্রী ও মালগ্রাম মধ্যপাড়ার বেলাল হোসেনর মেয়ে বিথি আক্তার (২২), ছায়েদ আলির ছেলে দোলাল (১৫), বগুড়া সদর উপজেলা মালগ্রাম মধ্যপাড়ার মৃত হান্নান খানের ছেলে হাসান খান (১৭)।
গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।