জাতীয়

আরও ৫ কোটি ডিম আমদানি অনুমোদন

বাজারে ডিমের সরবরাহ বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্রতিষ্ঠানকে আরও পাঁচ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রবিবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচটি প্রতিষ্ঠানের প্রত্যেকে এক কোটি করে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এ নিয়ে গত এক মাসে ১৫টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিলো সরকার।

চলতি বছরের আগস্টে এক হালি ডিমের দাম ৬০ টাকায় পৌঁছালে জনসাধারণের ক্ষোভের সরকার এই উদ্যোগ নিয়েছিল।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, আমদানি করা ডিম এখনো বাজারে আসেনি, তাই ঢাকায় আজ হালি প্রতি ডিম বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী সংবাদমাধ্যমকে জানান, চলতি সপ্তাহেই আমদানি করা ডিমের কিছু চালান আসবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button