খেলাধুলাফুটবল

মেসি বাঁচাতে পারলো না ইন্টার মায়ামির প্লে–অফ খেলার স্বপ্ন

হ্যামস্ট্রিংয়ের চোটে ইন্টার মিয়ামির কয়েক ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। বিশ্বজয়ীকে ছাড়া মিয়ামিও ছিল না ছন্দে। জয় পেয়েছে মাত্র এক ম্যাচে। এবার দলে ফিরেও মিয়ামির হার ঠেকাতে পারেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী। সিনসিনাটির কাছে হেরে শেষ হয়ে গেছে মেজর লিগ সকারে (এমএলএস) মিয়ামির প্লে অফ খেলার স্বপ্নও।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে রোববার সকালে সিনসিনাটির বিপক্ষে ১-০ তে হার নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনোর দল। ম্যাচের শুরু থেকে মেসি না খেললেও দ্বিতীয়ার্ধে থমাস আভিলেসের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা।

তবে টানা জয়ের সেই ছন্দ ফিরে পায়নি মিয়ামি। উল্টো ৭৮ মিনিটে প্রতিপক্ষের আলভারো বারেলের গোলে পিছিয়ে পড়ে ফ্লোরিডার দলটি। এরপর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি মেসিবাহিনী।

এই হারে ৩২ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৭ হারে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে থাকল মিয়ামি। পরের দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট পেলেও আর প্লে অফ খেলার জন্য যথেষ্ট হবে না সেটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button