আন্তর্জাতিক খবর

অর্থনীতিতে নোবেল জিতলেন ক্লাডিয়া

অর্থনীতিতে ২০২৩ সালের নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লাডিয়া গোল্ডিন। শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণার অবতারণা করে তিনি এবারের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন।

সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় পর স্টকহোম থেকে অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে ক্লাডিয়ার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

নোবেল কমিটি বলছে, শতাব্দীর পর শতাব্দী ধরে নারীর উপার্জন এবং শ্রমবাজারে অংশগ্রহণ সম্পর্কে প্রথমবারের মতো বিস্তৃত গবেষণা করেছেন অর্থনীতিতে নোবেলবিজয়ী ক্লাডিয়া গোল্ডিন। তার গবেষণা এ ক্ষেত্রে নারীর অবস্থানের পরিবর্তন এবং সেইসঙ্গে লিঙ্গ বৈষম্যের প্রধান কারণগুলো উন্মোচন করে।

প্রসঙ্গত, অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। এর আগে ২০২২ সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন ৩ মার্কিন নাগরিক: বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ।

এই বিভাগের অন্য খবর

Back to top button